Amar Praner Bangladesh

মানামী ফ্যাশনস্ লিঃ এর সাথে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সৌজন্য সাক্ষাৎকার

মোঃ কামরুল হাসান রনিঃ মানামী ফ্যাশনস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, দানবীর জনাব ফয়সাল মহসিন এর সাথে একান্ত ভাবে সৌজন্য সাক্ষাত করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ-আল-মামুন এবং বাংলাদেশ পাঠক ফোরামের সাধারন সম্পাদক জনাব মেহেদী মাসুদ, এসময় তার হাতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা তুলে দেন। মানামী ফ্যাশনস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মহসিন বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার গুনগত মান বৃদ্ধি করতে হবে, পাঠক যেন সকল বিষয় গুলো পত্রিকার মাধ্যমে জানতে পারে। বিনোদন, খেলাধুলা, রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, সম-সাময়ীক সকল বিষয় গুলোর গুনগত ভাষার ব্যবহার বুঝতে সহজ হয় তার দিকে বিশেষ ভাবে নজরদারী বাড়াতে হবে। সেখানে মানামী ফ্যাশনস্ লিঃ এর বিভিন্ন কর্মকর্তা সহ আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, জাকির হোসেন সহ প্রমুখ।