মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে করোনা বিপর্যয়ে বিপন্নদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দিলারা মোস্তাফার সার্বিক ব্যবস্থাপনায় দের হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শহরের বান্দুটিয়া এলাকায় আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, তেল, লবন, দুধ।
উপহার সামগ্রী নিতে আসা কয়েকজন মধ্যবিত্ত পরিবারের লোকজন, বলেন, আগে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালভাবে দিন চলত। করোনা সংকটে পড়ে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কর্মহীন হয়ে পড়ায় এখন আমাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। চাল ডাল আনার ক্ষমতাটা এখন আমাদের নাই। আত্মীয় স্বজনের কাছেও যেতে পারছি না। ক্ষুধার জ্বালায় বুক ফাটলেও মুখ ফাটে না। বসুন্ধরার মাধ্যমে আজকে এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি লাগছে। নিশ্চিন্তে কয়েকটা দিন তো খেতে পারব।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে দিলারা মোস্তোফার পরিবারের মধ্যে থেকে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল, মোঃ মাসুদ করিম নান্নু, উবায়দুর রহমান রাসেল, এ্যাডভোকেট বজলুর রহমান, আজাদ হোসেন, শাহজাহান, মুরাদ হোসেন, মাখন মিয়া এবং জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আলাউদ্দিন রায়হান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply