মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি শক্তিশালী টিম রবিরার দিবাগত রাতে সিংগাইর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার হেরোইন সহ দুই মাকদকারবারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সিংগাইর উপজেলার আলীনগর গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামিদা বেগম (২৯) ও সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন ওরফে নেহাল (৩২)।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে রবিবার দিবাগত রাত ১২টা পনেরো মিনিটে আলীনগর গ্রামের হামিদা বেগমের বাড়ী থেকে ৫০৫ (পাঁচশত পাঁচ) গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।