দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” প্রতিবন্ধী হোক বা সাধারন মানুষ হোক সবাই মানুষ। মানুষের মধ্যে কোন ভেদাবেদ নেই। তার প্রমান দিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান ।
সোমবার সকালে দৌলতপুর থানা কমপ্লেক্সে হুইল চেয়ার বিতরন করা হয়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের শারীরিক প্রতিবন্ধী মো.আমিনুর রহমান (২০) কে মানিকগঞ্জ পুলিশ সুপারের নিজস্ব তহবিল থেকে চলা-চলের জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী মো.আমিনুর দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের প্রতিবন্ধী বারেক বেপারীর ছেলে।
হুইল চেয়ার বিতরনের উপস্থিত ছিলেন,দৌলতপুর থানার ওসি রকিবুজামান,এস.আই শফিকুল ইসলাম শফিক প্রমূখ ।
দৌলতপুর থানার ওসি রকিবুজামান জানান, দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের বারেক বেপারী একজন শারীরিক প্রতিবন্ধী। তার স্ত্রী ও ছেলেও শারীরিক প্রতিবন্ধী। পরিবারের সবাই প্রতিবন্ধী হওয়ায় কোন কাজ করতে পারে না। কোন মতে মানবেতর জীবন যাপন করে আসছে। স্থানীয় কমিউনিটি পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারে। পরে দৌলতপুর থানার ওসির মাধ্যমে সোমবার ওই প্রতিবন্ধী কে হুইল চেয়ার দেওয়া হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply