নিজস্ব প্রতিবেদকঃ
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মানুষ হারাম খেলে, চুরি করলে উন্নয়ন করা সম্ভব না। ১৯৭৩ সালে জাপান বিশ্বে অনেস্ট কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করে৷ মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোনো কাজ হবে না।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষ থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ গবেষণা করে ঠিক করেছে দুর্নীতি দূর করতে চরিত্র ঠিক করতে হবে। বড় বড় পণ্ডিত হার্ভার্ড, কেমব্রিজের সঙ্গে বসে ঠিক করেছে গুড গভর্নেন্স না করলে উন্নয়ন সম্ভব না। গুড গভর্নেন্স ঠিক করতে হলে মানুষের চরিত্র ঠিক করতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply