Amar Praner Bangladesh

মার্কিন কূটনীতিককে বহিষ্কার করায় পুতিনকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

রাশিয়া থেকে ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে ভ্লাদিমির পুতিন বেতন খাতে ব্যয় কমাতে সহায়তা করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন।

এসময় পুতিনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সরকারের বেতন ভাতা খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে তার প্রশাসন। মার্কিন কূটনীতিবিদের বহিষ্কারে পুতিনের নির্দেশ বেতন খাতে ব্যয় কমাতে সহায়তা করবে বলেও জানান তিনি। এ নির্দেশের ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে মার্কিন সরকার।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে রাশিয়ায় অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে নিযুক্ত ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তাদের যুক্তরাষ্ট্রে ফিরতে হবে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে এ ব্যবস্থা নিয়েছে মস্কো।