রবিউল আলম রাজু:
রাজধানীর মিরপুর উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর-কচুক্ষেত-বনানী-গুলশানকে যুক্ত করে অন্যদিকে হেমায়েতপুর থেকে ভাটারা মেট্রোরেল পাতাল সহ প্রসতাবিত ব্যয় ৪১ হাজার কোটি টাকা । বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আশার পর প্রধানমন্ত্রী উন্নয়নের সোপানে দেশ ব্যাপী এক উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তারি ধারাবাহিকতায় আধুনিকতার সর্বোচ্য কর্নধারে ডিজিটাল মেট্্েরারেল বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে ।
এর সাথে সংশ্লিষ্ট সব রকম প্রতিষ্ঠান তাদের আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম মাসুদ এন্টারপ্রাইজ এবং আজম এন্টার পাইজ । সম্পূর্ন মেট্রোরেলের সকল বিভাগের কম-বেশি যোগ্য ম্যান পাওয়ার সরবরাহ করছে এই প্রতিষ্ঠান দুইটি মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অতান্ত্য সততার সাথে সাক্ষাতকার নিয়ে এসব প্রতিষ্ঠানের লোকদের যোগ্যতা যাচাই করে নিয়োগ দেয়া হয়।
মাসুদ এন্টারপ্রাইজ এবং আজম এন্টারপ্রাইজ এর সরবরাহকৃত ম্যান পাওয়ার এর পারর্দশিদার কারনে মেট্রোরেলের কাজ আরোও বেশি ত্বরনিত হচ্ছে বলে । মনে করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply