Amar Praner Bangladesh

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক:

 

 

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার বাসার ঠিকানায় দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের স্বাক্ষর করা আলাদা দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের একটি সূত্র  এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহীকে স্ত্রীসহ আগামী ৭ আগস্ট সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মাহী ও তার স্ত্রী আশফাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এ অর্থের উৎস জানাতে তাদের ডেকেছে দুদক।

 

তিনি আরও জানান, ৭ আগস্ট ডাকা হলেও গত জুন থেকে মাহী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাদের সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহায়তা নেওয়া হচ্ছে।