স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সর্বজন স্বীকৃত, একজন সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি । তিনি কোন অনিয়ম দুর্নীতির প্রশয় দেন না বলেই স্পস্ট কথা বলেন। তার আমলে আমরা তার নেতা কর্মি হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত থেকে সারাজীবন নিজের রক্ত দিয়ে শ্রম দিয়ে কাজ করেছি এখনো করছি । যতদিন বেচে থাকবো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়েই বেঁচে থাকবো । আমাদের দুঃখ একটাই আমরা খুলনা ট্রাক স্টান্ড কাচা বাজারে মালামাল মাথায় বহন করে নিজেদের জিবিকা নির্বাহ করি এক কথায় দিন আনি দিন খাই । জানিনা কেবা কাহারা আমাদের পিতৃ সমতুল্য মেয়র মহোদয়ের কানভারী করেছে । আমাদের শ্রমীক লীগে বি এন পির লোক আছে, মিজান সাহেবের লোক আছে ইত্যাদি বুঝিয়ে বাজার কমিটির গুটি কয়েক নেতাকে হাত করে কে সি সি বাজার থেকে আমাদেরকে দুরে সরিয়ে বেকার বানিয়ে দিয়েছে । আবার আমাদের সহকর্মীকেই মীরজাফরের চরিত্রের ভূমিকায় এনে দায়িত্ব বুঝিয়ে দেয় । এমনি করে একের পর এক দুঃখ অভিযোগের কথা বলতে বলতে কাঁদতে থাকে খুলনা সিটি কর্পোরেশন ট্রাক স্ট্যান্ড কাচাবাজারের শ্রমিকরা । তাদের সকলের দাবী একটাই আসল সত্যটা জানে না ।
মেয়র মহোদয় ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা কর্মিদের একটাই দাবী মানানীয় মেয়র তালুকদার আব্দুল খালেক আমাদেরকে কাজে পূর্নঃবহাল করতে পারেন। আমরা তার দপ্তরে আমাদের জীবন বৃত্তান্ত । বাংলাদেশ আওয়ামীলীগ এর অনুমোদিত অঙ্গসংগঠন শ্রমীকলীগের একনিষ্ট কর্মি হিসাবে কাজ করার ছবি এবং কমিটির কাগজপত্র সহ যাবতীয় সব কিছু তার বরাবরে যাচাই-বাছাই করার নিমিত্তে জমা দিয়েছি । মেয়র মহোদয় আমাদের- নগর পিতা তিনি যে জ্ঞানগর্ব সিন্ধান্ত নিবেন তাই আমরা মেনে নেব । আজকে প্রায় অনেকদিন আমরা বেকার কে.সি.সি বাজারে অনেক গুলো গলি কোন একটি গলিতে আমাদের কাজের ব্যবস্থা করে দিলে আমরা আমাদের পরিবার সারাজীবন মেয়র মহোদয় সহ এই সরকারের কাজে কৃত্বজ্ঞ থাকবো।
এমনি ভাবেই মনের ভাব প্রকাশ করে মনের ব্যাথাকে আবেগ আপ্লত মিশ্রিত করে কে.সি.সির ৪নং গলির সাবেক সর্দার কবির সহ সকল বেকার শ্রমিকরা বললেন আল্লাহর কসম আমরা মেয়র তালুকদার আব্দুল খালেকের লোক । আমরা স্বড়যন্ত্রের স্বীকার। এমনকি আমাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধার সন্তানও আছে গলির সাবেক বেকার সর্দার কবির সহ যারা আজ কর্মহীন বেকার তাদের সবার না খেয়ে মরার অবস্থা । শিল্প নগরী খ্যাত খুলনা সুদূর অতীত থেকে ব্যবসা বানিজ্যে সমৃদ্ধ। কর্তমান মেয়র খুলনা মহানগরকে ঢেলে সাজাবার পাশাপাশি ব্যবসা বানিজ্যের পরিবেশ সৃষ্টি করেছেন । ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply