নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরের ১১ নম্বরে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগে। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুরে আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply