লাগামহীন ইরফান,আদালতের নিষেধাঙ্গা অমান্য
ষ্টাফ রির্পোটার ঃ মিরপুর ১১-এ,৮/১,বাড়ি নং -১৮ নির্মাণকালিন সময়ের প্রাক্কালে জমির অংশীদারের মাঝে সূকৈাশলে বিবাদের সৃষ্টি করছে অংশীদারের এক জন ইরফান। উল্লেখ্য ইরফান কৈাশলে তার ভাই বোনদের ফাকি দিয়ে নিজেই অংশীদ্বার হয়ে যান। অংশীদ্বার গণ সম্মিলিত ভাবে প্ল্যান পাশ করানোর যে কাগজ দেখা যায় তাতেও রয়েছে গোজামিল। ইরফান ছাদ র্নিমাণে অনিয়ম করলে বাদ বাকি অংশীদ্বার গণ বিল্ডিংয়ের ভবিষ্যৎ ক্ষতির কথা বিবেচনা করে ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ইরফান সূকৈাশলে প্রশাসনকে ম্যানেজ করে কাজ করে যায়। যার মামলা নং ১৩৮/২০১৭,বিঙ্গ আদালত আইন শৃংখলা পরিস্থিতি যাতে কোন প্রকার বিঘিœত না হয় সেই মর্মে নিষেধাঙ্গা জারী করেছে। এত কিছুর পরও বাদ বাকি অংশীদ্বার গণ দমাতে পারছে না ইরফানের বিভিন্ন চক্রান্ত। একের পর এক ইরফান চালিয়ে যাচ্ছে বিভিন্ন হয়রানি মূলক কর্মকান্ড। সরজমিনে দেখা যায় বিল্ডিংয়ের নিচে দোকান নির্মান থেকে শুরু করে প্রতিটি কাজেই রয়েছে ইরফানের বিভিন্ন অনিয়ম। এ সমস্ত বিষয়ে বাকি অংশীদ্বার গণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply