আনিছ মাহমুদ লিমন :
দেশে সন্ত্রাস দমনে প্রশাসনের সাফল্য থাকলেও নিয়ন্ত্রণ নিতে পারেনি ফুটপাত চাঁদাবাজদের। সরকার প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনির প্রধানদের কড়া হুশিয়ারী সত্ত্বেও মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ চাঁদাবাজ দমনে ব্যর্থ।
মিরপুর ২ নাম্বারে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতিদিন হচ্ছে চাঁদাবাজি। হার্ট ফাউন্ডেশন এর সামনে থেকে শুরু করে পোস্ট অফিস, কিডনি হাসপাতাল, ওএসবি চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল ও গ্রামীণ ব্যাংকের সামনের ফুটপাত দখল করে অবৈধভাবে দুই সাইটে সারিবদ্ধ দোকান বসিয়ে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ওইসব দোকানে লাইন লাগিয়ে প্রতি দোকান থেকে দোকান বসানো বাবদ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বাবদ আলাদা আলাদা ভাবে প্রতিদিন টাকা নেয়া হচ্ছে।
সরেজমিনে অনুসন্ধান করে দেখাযায় মিরপুর ২ নাম্বার পোস্ট অফিসের সামনে ফুটপাতে একটি পুলিশ বক্স ও রয়েছে সেখানে পুলিশের একজন টিআই ও সার্জেন্ট বসেন তাদের এই বক্সটি ঘিরেই চারপাশে অনেক দোকান রয়েছে। ওখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সাংবাদিকদের জানান ফুটপাতে দুই পাশে দোকান বসানোর কারণে তাদের চলাচল করতে সমস্যা হচ্ছে এবং ওখান থেকে চলাচল করা পথচারীটা একই কথা জানিয়েছেন। নামসহ বিস্তারিত দেখতে চোখ রাখুন আগামী সংখ্যায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply