মোঃ সুমন হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবিতে ও বিশ্ব মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদ। শনিবার সকাল ১০টায় শহরের মেইন বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানব বন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে গণহত্যা বন্ধের দাবি জানান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, সাবেক মেয়র ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, মাওলানা ওসমান গনি, মাওলনা রুহুল আমীন, মুফতি ফারুক নোমানী, শফিক রেহমান, খালিদ সাইফুল্লাহ মেরাজ, মুফতি মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে উপজেলা ইমাম পরিষদের সদস্য, সংখ্যলঘু সম্প্রদায় নের্তৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। নিহত রোহিঙ্গাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply