মোঃ তাজুল ইসলাম বাদল :
মনোহরদী উপজেলায় সাগরদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ফ্রি ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদযাপিত তারিখ ১০ ই জানুয়ারী রোজ রবিবার স্থান এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ২য় সেমি ফাইনাল খেলা উক্ত খেলায় অংশ গ্রহণ করেন আড়ালিয়া ডিএসডি ফুটবল একাদশ বনাম চরতারাকান্দী ফুটবল একাদশ এবং উক্ত খেলায় উপস্থিত ছিলেন, সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন ফালু মোড়ল, সহ-সভাপতি, লেবুতলা ইউনিয় আওয়ামীলীগ।
প্রধান অতিথি জনাব ডাক্তার এম এইচ হোমিও প্যাথ ঢাকা, বিশিষ্ট্য সমাজ সেবক। উদ্ভোদকঃ জনাব আবুল কালাম আজাদ বাচ্চু (এম.এ ইংরেজি, এল এল বি, ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা, লেবুতলা ইউনিয়ন ভূমি অফিস), পৃষ্ঠপোষকঃ জনাব মোঃ তোফাজ্জল হোসেন, চালাকচর ডায়াগনোষ্টিক সেন্টার চালাকচর। বিশেষ অতিথি বাবু নরেন মোদক, (সাবেক ফুটবলার) জনাব মোঃ মনির হোসেন, সহ সভাপতি কাচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগ, বাবু শ্যামল রঞ্জন রায়, বিশিষ্ট্য ব্যবসায়ী সাগরদী বাজার, জনাব সৈয়দ আরিফুল ইসলাম, সমাজ সেবক, পশ্চিম রামপুর, জনাব মোজাম্মেল হক, বীর আহম্মদপুর বড় বাড়ী প্রবাসী সৌদি আরব, বিশেষ ভূমিকায় মিডিয়া র্পাটনার মোঃ তাজুল ইসলাম বাদল সহ সভাপতি মনোহরদী রিপোর্টারস সাব ও মনোহরদী প্রেসক্লাব, (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ স্টাফ রিপোর্টার) আয়োজনে সাগরদী ফুটবল ক্লাব এর পক্ষে সভাপতি জনাব ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ, মোঃ ছাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ, জনাব আবু বক্কর ছিদ্দিক সাবেক ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড, মোঃ সোহেল মিয়া বিশিষ্ট্য ব্যবসায়ী সাগরদী বাজার, আরাফাত মিশন। উক্ত খেলায় ফলাফল আড়ালিয়া একাদশ (০) শূন্য এবং চরতারাকান্দী একাদশ ২ শূন্য গোলে বিজয়ী হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply