এম এ গফুর মোল্লা :
মুলাদী (বরিশাল) উপজেলার বাটামারা ইউনিয়নে ৮নং আলীমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিত্যাক্ত ভবনের ন্যায়। বর্ষা হলেই বৃষ্টির কারনে ছাত্র-ছাত্রীরা বই গুটিয়ে দাড়িয়ে থাকতে হয়। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আজও উন্নয়ন হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উল্লেখিত ঘটনা সত্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফকর উদ্দিন এর সাথে আলাপ করলে তিনি বলেন, ভবনের জন্য বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সুফল হয়নি। তাই সরকারি নির্দেশ মোতাবেক পাঠদান সহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। বৃষ্টি হলেই স্কুলের সামনের মাঠ, বারিন্দাসহ পানিতে তলিয়ে থাকে। ক্লাসে ছাত্র-ছাত্রীরা দাড়িয়ে থেকে লেখাপড়া করতেছে। ফলে লেখা-পড়ায় ছাত্র-ছাত্রীরা মনোযোগি হতে পারছে না। তাই ভবনটি উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক বৃন্দরাসহ একাবাসী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply