মুলাদী সংবাদদাতা : মুলাদী (বরিশাল) উপজেলার সফিপুর গ্রামের অসহায় শ্রমিক তমির সরদারের অটো ভ্যান চুরি করে নেয় স্থানীয় উমর ঘড়ামির পুত্র হান্নান (২৫), ইউনুস বেপারীর পুত্র শাহজাহান । গত ০৭ আগষ্ট মালামালের সাথে হান্নানকে সোনামদ্দিন বন্দরে পেয়ে বোয়ারিয়া পুলিশ ফাড়িতে জানালে পুলিশ হান্নানকে মালামালসহ গ্রেফতার করে মুলাদী থানায় প্রেরন করে। থানা কর্তৃপক্ষ হান্নানকে অদ্য আদালতে প্রেরন করিলে আসামী পক্ষের উমর ঘাড়ামী তমিরকে জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দেয় বলে জানান তমির সরদার। মুলাদী থানা মামলা নং-০৩ বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা দাড়োগা মোঃ মনির হোসেন। যথাযথ কর্তৃপক্ষের তদন্ত হলে আরো ভ্যান চুরির ঘটনা উৎঘাটিত হতে পারে বলে এলাকাবাসী মনে করেন।
Leave a Reply