ক্রীড়া প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় শুরু থেকেই তৎপর বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নানাভাবে সাহায্য করার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত স্মারক নিলামে তুলে সেই টাকা সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করছেন অনেকেই। নিজের প্রিয় ব্যাট নিলামে তুলে সেই দলে যোগ দিয়েছিলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কয়েকদিনের নিলাম শেষে বেশ চড়া দামে ব্যাটটি বিক্রি হয়েছে।
গত শনিবার রাতে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই নিলাম। শুক্রবার রাত সাড়ে ৯টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে নিলামের বিজয়ীর নাম মুশফিকুর রহিম নিজেই ঘোষণা করেন।
আফ্রিদির ফাউন্ডেশনের কাছে ব্যাট বিক্রি করার বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, খবরটি দেখে আফ্রিদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ২০ হাজার ইউএস ডলারে (১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন। এ ক্ষেত্রে তামিম ইকবালকেও ধন্যবাদ দিতে হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে।
মুশফিকের ব্যাটের নিলাম পরিচালনা করে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply