একবার দুবার নয়, টানা তিনবার মেট্রিক পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষের চাওয়া পূরণ করতে আবারো বসেছেন পরীক্ষার হলে। কিন্তু এবার কি তিনি পাস করবেন? পাঠক বাস্তবে নয়, ‘চম্পাকলি টকিজ’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে এভাবে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।
Leave a Reply