মোমিনুল ইসলাম জামালপুর থেকে:
করোনার সংকটে দিশেহারা অসহায়, নিম্নআয়ের দরিদ্র, খেটে খাওয়া মানুষগুলো। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। এসব মানুষদের কথা চিন্তা করেই সরকার ও প্রসাশনের পাশপাশি জামালপুর জেলার মেলান্দহ উপজেলা আদ্রা ইউনিয়ন যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহবুব আলম জয় (৩৪) ও তার চাচাত -জেঠাত ভাই এর ব্যাক্তিগত উদ্যোগে ৬০ জন পরিবারের মধ্যে এান বিতরন করা হয়।জানা গেছে,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে,কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব এান সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে ঘরে ঘরে পৌছে দেন যুবলীগ নেতা ও তার ভাইয়েরা।
এান সামগ্রী পেয়ে মানুষদের মুখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।আদ্রা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক পদপ্রার্থী, মোঃ মাহবুব আলম জয় এ প্রতিবেদক কে বলেন, আমাদের চাচাত -জেঠাত ভাই ও আমাদের নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসুচি গ্রহন করা হয়েছে,নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করেই আমাদের এ উপহার সামগ্রী তাদের মাঝে পৌছে দিচ্ছি। আমাদের সাধ্যমতো গরিব,অসহায়,দুঃস্হ ও নিম্ন আয়ের মানুষদের পাশে উপহার সামগ্রী নিয়ে দাড়াবো ইনশাআল্লাহ।
তিনি আরো জানান,পর্যায়ক্তমে এ এান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। যুবলীগ নেতা মোঃ মাহবুব আলম জয় এর বাড়ী আদ্রা ইউনিয়নের থুরি টনকি পাড়া গ্রামে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply