মোমিনুল ইসলাম জামালপুর থেকে:
জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ি পৌরসভা এলাকায় ডাক্তার সহ দুই করোনা রুগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক জানান,মেলান্দহ উপজেলা সাব এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ডাঃএকে এম আজাদ ২মে সেম্পল দিয়ে ছিলেন, ৭মে রিপোর্ট এসেছে। তার রিপোর্ট পজেটিভ হওয়ায় বর্তমানে সে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে আছেন।
ডাঃ এ কে এম আজাদের বাড়ি ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামে।
অপরদিকে, সি এইচ সিপি,মাহবুবা নূরে ফেরদৌস করোনা ভাইরাসের রির্পোট পজেটিভ হওয়ায় সে নিজ ইচ্ছায় ঢাকা সি এম এইচ হাসপাতালে ভর্তি হয়েছেন।মাহবুবা নূরে ফেরদৌস এর বাড়ী হাজরাবাড়ি পৌরসভা কড়ইচড়া গ্রামে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply