মোমিনুল ইসলাম :
জামালপুরের মেলান্দহ উপজেলা ফুলকোচা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের ৪০ দিনের কর্মসুচি (২০১৯ -২০২০ অর্থ বছরের ) নামের তালিকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,তালিকা তৈরির সময় সম্পুর্ন অবৈধ ভাবে হাজরা বাড়ি পৌরসভার লোকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।শ্রমিক তালিকায় অনিয়ম নিয়ে পিআইও বরাবর অভিযোগ করেছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক আব্দুল মান্নান সরকার।
সরজমিনে ঘুরে দেখা যায়,ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু,ইউপি সচিব আ: হালিম সহ প্রকল্প সভাপতিরা সম্পূর্ণ অবৈধ ভাবে হাজরাবাড়ি পৌরসভার ৪০ জনের অধিক ব্যক্তির নাম শ্রমিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ফুলকোচা ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির সুবিধা ভোগি শ্রমিকদের তালিকায় পৌর এলাকার নাম অন্তর্ভুক্ত হতে পারে কিনা এ নিয়ে মুঠোফোনে জানতে চাইলে,ফুলকোচা ইউপি সচিব আঃ হালিম জানান,না,না,না এটা তো আগে হইছে এখন হয় নাই,তাহলে এতগুলা নাম কি ভাবে এলো এমন প্রশ্ন করার আগেই তিনি ফোন রেখে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে, পিআইও’র সাথে কথা বলতে বলেন।
অপরদিকে এ ইউনিয়নের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিষয়ে,বহুল প্রচারিত দৈনিক পল্লী কন্ঠ প্রতিদিন ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পএিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বিষষটি ধামাচাপা দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে।
উক্ত ইউনিয়ন সহ অন্য যে কোন ইউনিয়নের অনিয়ম, দুর্নীতি ,লোটপাট নিয়ে ৪র্থ পর্বে অনুসন্ধান মূলক প্রতিবেদন দেখতে চোখ রাখুন,দৈনিক পল্লী কন্ঠ ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পএিকায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply