বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে জমি আত্মসাৎ এর জন্য নিজের মাথায় আঘাত করে মিথ্যা মামলা সাজালেন ছোট ভাইসহ তিনজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষে ইউএনও এর প্রেস ব্রিফিং মিরপুরে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী চেম্বার আদালতেও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ ইলিয়াস-বাবুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের নতুন দিন ধার্য টাঙ্গাইল-৩ আসন আওয়ামীলীগের গৃহবিবাদের সুযোগ নিতে চায় বিএনপি হজ পালনে থাকছে না বয়সসীমা, শর্ত তুলে নিলো সৌদি আরব কুষ্টিয়ায় পরিবারের সবাইকে রুমে আটকে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক শরণখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মেলান্দহে যুবলীগ কর্মীর সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৫ Time View

 

 

জামালপুর প্রতিনিধিঃ

 

জামালপুরের মেলান্দহে গণস্বাক্ষর নিয়ে যুবলীগ কর্মীকে মাদক-ইয়াবা কারবারি সাজিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে।

৫ জানুয়ারি বেলা ১১টায় নয়ানগর গ্রামের সাগর ভিলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগি যুবলীগ কর্মী বিল্লাল হোসেনের পরিবার। লিখিত বক্তব্যে উল্লেখ‍্য, বিল্লালের স্ত্রী শ্যামলীর ভাতিজা হলুদ-জিরা-মসলার ব্যবসার কথা বলে দিঘলবাড়ি গ্রামের সুলতান শেখের ছেলে রমজান আলী (৩২) ১০লাখ ৬০হাজার টাকা নেয়।

এই টাকা নিয়ে বিরোধটি অবশেষে আদালত পর্যন্ত গড়ায়। ওদিকে রমজান আলী খেলার মাঠ ও সরঞ্জাম চেয়ে ইউএনও’র কাছে দরখাস্তের নামে গ্রামের সহজ সরল লোকদের কাছ থেকে গণস্বাক্ষর নেয়। গণস্বাক্ষরপত্রের টপসিট পরিবর্তন করে বিল্লালের বিরুদ্ধে মাদক-ইয়াবা-নেশা সেবি ও বিক্রেতা উল্লেখ‍ করে ডিসি,এসপি, র‍্যাব, সাংবাদিক, পত্রিকার অফিসসহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করে রমজান আলী।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব বিল্লালকে গ্রেপ্তার করে। ৬দিন কারাভোগের পর তিনি জামিন পান।ভূক্তভোগি বিল্লাল আরো জানান-গত ২৫ডিসেম্বর রাতে রমজান আলী নয়ানগর গ্রামের হাজিম উদ্দিনের ছেলে মমিনকে (৩৫) ধরে নিয়ে ভয়ভীতি প্রদর্শণ পূর্বক তার কাছ থেকে আমার বিরুদ্ধে ইয়াবা সরবরাহের মিথ্যা ষড়যন্ত্রমূলক স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

এ সংক্রান্ত একটি খবরও পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার মতো নিরপরাধ মানুষের বিরুদ্ধে এভাবে ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদ-প্রতিকার চাই।

এ ব্যাপারে রমজান আলীর ষড়যন্ত্রের শিকারে জবানবন্দিদাতা মমিনুল হক বলেন-২৫ডিসেম্বর আমাকে ধরে নিয়ে জ্বোরপূর্বক বিল্লালের বিরুদ্ধে স্বীকারোক্তি নেয়া হয়। প্রাণ নাশের ভয়ে আমি বিল্লালের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছি।

সাংবাদিক সম্মেলনে পৌরকাউন্সিলর মোসাব্বির হোসাইন শামীম, জয়নব বেগম, আ: সামাদ, মর্জিনা বেগম, উপজেলা যুবলীগ সদস্য আলমগীর হোসেন প্রমুখ ব্যক্তিরা বলেন- যুবলীগ কর্মী বিল্লাল হোসেনের বিরুদ্বে রমজান আলীর দায়েরকৃত অভিযোগ ভিত্তিহীন-ষড়যন্ত্রমূলক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়