জামালপুর :
জামালপুরে কন্যা শিশুকে ধর্ষণের দায়ে তার বাবা রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আকরাম হোসেন এ খবর নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামের বাসিন্ধা।
আদালত সূত্র জানায়, রবিউল নিজের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করায় মেয়েটি গর্ভবর্তী হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে ২০১৭ সালের ১৫ জুলাই রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ওই দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে জামালপুর সদর থানায় রবিউল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলাটি পরে নারী ও শিশু নির্যাতন আদালতে পাঠানো হয়। ১০ জনের সাক্ষ্য নিয়ে এ আদালত রবিউলকে এ সাজা দেন।
পিপি মো. আকরাম হোসেন জানান, রায়ের সময় আদালতে আসামি পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply