নিজস্ব প্রতিবেদকঃ
কবি ও লেখক জালাল বিন তজিবুর মাস্টার রচিত “ভালোবাসার শেষ চিৎকার” বইটি সবুজ পাতা প্রকাশনী থেকে অমর একুশে বই মেলা ২০২০’এ প্রকাশিত হয়েছে। বইটি ২৬ ফেব্রুয়ারী ২০২০’এ সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লেখকের সাথে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচিত্র পরিচালক শেখ আলাউদ্দিন, বাংলা একাডেমীর প্লানিং অফিসার শাহ্ সিদ্দিক, কবি ও লেখক বাবুল আনোয়ার (বি.সি.এস অফিসার) সাংস্কৃতিক ব্যক্তিত্ব অর্জিত দত্ত।
অনুষ্ঠানে বক্তারা বইটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেন এবং পাঠকদের ভাল লাগবে বলে আশা প্রকাশ করেন। চলচিত্র পরিচালক শেখ আলাউদ্দিন বলেন-বইটি আমি পড়েছি। তাই বলতে পারি বইটি সকল বয়সের লোকদের নিকট সমাদৃত হবে। মেলা শেষ হয়ে গেলও বইটি পাওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বুক শপ রকমারী ডট কম এ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply