Amar Praner Bangladesh

ময়মনসিংহের রেল জংশনের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মো নুরুল ইসলাম সুজন এমপি ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের রেল স্টেশনের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

এ সময় মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক দুলাল এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহামারুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ময়মনসিংহ রেল জংশনের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।