বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে আঞ্চলিক ইজতেমায় অধ্যাপক ডা: এম এ আজিজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৯৮ Time View

আরিফ রব্বানী ঃ

গতকাল ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলের ৩২টি জেলার সমন্বয়ে গঠিত ময়মনসিংহ আঞ্চলিক বিশ্ব ইজতেমা জেলা সদরের আকুয়া বাইপাস মোড় সংলগ্ন মাঠে আয়োজিত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের ৩২টি জেলার ধর্মপ্রাণ মুসল্লীরা সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। আগামী ২৩শে ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এর কার্য দিবস। ২১, ২২, ২৩ তিনদিন টানা ইজতেমা ময়দানে আগত মুসল্লীদের সম্মুখ্যে কুরআন হাদীসের আলোকে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোকপাত করবেন বিভিন্নস্থান থেকে আগত আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন উলামায়ে কেরামগণ। টানা তিনদিন ইজতেমা ময়দানে অবস্থান কোন মুসল্লী যাতে অসুস্থ হয়ে না পরে সেই লক্ষ্যে তাদের প্রাথমিক চিকিৎসার সুবিধার্থে ময়মনসিংহের কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব (স্বাচিপ), ময়মনসিংহ সদর-০৪, আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সদরবাসীর জনপ্রিয় নেতা অধ্যাপক ডা: এম এ আজিজের ব্যক্তিগত উদ্যোগে বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। যেখানে অসুস্থ মুসল্লীরা বিনামূল্যে ডাক্তারী সেবার পাশাপাশি বিভিন্ন ধরণের ঔষধ সংগ্রহ করতে পারবেন বিনা খরচে। মুসল্লীদের সুবিধার্থে অধ্যাপক ডা: এম এ আজিজের পক্ষ থেকে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নেওয়ায় মুসল্লী ও স্থানীয়দের মাঝে তার ভূয়ষী প্রশংসার পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তিও সাধারণ মানুষের মাঝে প্রশংসনীয় হয়ে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়