ফজলুল হক ভুইঁয়া, ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের সমিল এলাকার মৃত মফিজ উদ্দীনের পুত্র দীন ইসলাম দিরুর তার ঔরসের ১৭ মাসের কন্যা বীথিকে নিজ হাতে হত্যা করে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিগত ৩ মার্চ ২০১৬ তারিখে সমিল এলাকায় ১৭ মাসের নিজ কন্যা সন্তানকে পেটে চুরিকাঘাত করে নান্দাইল থানায় তার প্রতিপক্ষ শাহজাহান, আব্দুল হাই মেম্বারসহ ৭ জনকে আসামীকে একটি মামলা করে। গুরুতর আহত বীথি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরন করে। পরে মামলাটি খুনের মামলায় রুপান্তর হয়। মামলটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর হলে দীর্ঘ ২০মাস তদন্তে বের হয়ে আসে পাষন্ড পিতা দিরু তার প্রতিপক্ষকে ফাঁসাতে সে নিজেই তার প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শিশু কন্যাকে হত্যা করে। দিরুর বাদী হওয়া মামলার আসামীদের চার্জসীট থেকে বাদ দিয়ে সিআইডি পুলিশ বাদী হয়ে পাষন্ড পিতা দিরু ও তা সহযোগীদেরকে আসামী করে নান্দাইল মডেল থানা একটি খুনের মামলা রুজু করে। গত ২৮ নভেম্বর সিআইডি পুলিশ পাষন্ডপিতা দিরুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। দিরুর ফাঁসির দাবীতে মঙ্গলবার বেলা ১১:০০ টায় পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের জনতা দিরুর ফাঁসির দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে।মিছিল শেষে চন্ডীপাশা নতুন বাজার এলাকায় সমাবেশে বক্তব্য দেন, গিয়াস উদ্দীন, আঃলীগ নেতা খায়রুল ইসলাম,সাবেক মেম্বার আব্দুল হাই, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন আবু হুরায়রা।
Leave a Reply