Amar Praner Bangladesh

ময়মনসিহের নান্দাইলে শিশুকে ধর্ষণের চেষ্টা

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল জব্বার (৬০) নামে এক বৃদ্ধার বিরুদ্ধে। । এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে ওই শিশুর বাড়ি। মঙ্গলবার (১২) অক্টোবর সকালে বাড়িতে ছিলেন না শিশুটির মা ও বাড়ির অন্যসকল। এ সময় বাড়িতে নির্জনে পেয়ে মৃত কেরামত আলীর পুত্র আব্দুল জব্বার শিশুটিকে মিষ্টি কেনার টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান।

বাড়িতে নিয়ে আব্দুল জব্বার শিশুটির মুখে হাত চেপে ধরে ধর্ষণর চেষ্টা করলে এমন সময় শিশুটি ডাক চিৎকার শুরু করে দেয়। তখন পাশের বাড়ির লোকজন চলে আসলে অভিযুক্ত জব্বার ছটকে পড়েন। তার মা খবর পেয়ে বাড়িতে আসেন। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।