Amar Praner Bangladesh

যশোর বসুন্দিয়ার সাবেক ইউ.পি চেয়ারম্যান সাত্তার খান চলে গেলেন না ফেরার দেশে

সৈয়দ বাবুল আখতার ঃ
গত ১৯ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ৭.১০ মিনিটের সময় যশোর সদর বসুন্দিয়ার সাবেক ইউ.পি চেয়ারম্যান আলহাজ্জ্ব আঃ সাত্তার খান (৭৭) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মরহুমের জানাজার নামাজ ২০ ডিসেম্বর দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি বসুন্দিয়া সদুল্যাপুরে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউ.পি চেয়ারম্যান, মেম্বর বৃন্দ, আওয়ামীলীগ, বি.এন.পি, জাতীয় পার্টি, বসুন্দিয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ সহ সকল ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ২ সহস্রাধিক লোক জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুম আঃ সাত্তার খান, ১ স্ত্রী, ৪ পুত্র সন্তান, ১ কণ্যা সন্তান সহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের মাগফেরাত কামনা সহ শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বসুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ বাবুল আখতার, সহ-সভাপতি আবু শ্যামা, সাধারণ সম্পাদক এম,এ গণি খান, সহ-সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম, সদস্য শেখ গফ্ফার রহমান, আলহাজ্জ্ব ওমর ফারক খান, মাষ্টার আবুল কালাম আজাদ, আঃ সবুর মোল্যা, আঃ রশিদ মোল্যা প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বি.এল ডি.বির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্জ্ব এম, নাজিম উদ্দীন আল আজাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জহিরুল হক জহির, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, ইউনিয়ন বি.এন.পির সভাপতি এ্যাডঃ নুরুজ্জামান খান, সাধারন সম্পাদক কাজী আব্দুল আজিজ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম রশিদ খান, যশোর জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, গাইদগাছি আই.সি.এম ক্লাবের সভাপতি ও সাবেক ইউ.পি সদস্য কাজী বজলুল হক,বসুন্দিয়া মোড় মোটর এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আঃ রাজ্জাক, বসুন্দিয়া মোড় ট্যাঃ এ্যাঃ সাধারণ সম্পাদক কেসমত আলী মোল্যা, এস,এম,ডট কম কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক এম, নেওয়াজ খান প্রমুখ।