গাজীপুর প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ রোধে গাজীপুরসহ ঢাকার চারপাশের সাত জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে।
প্রথম দিনে মঙ্গলবার (২২ জুন) সকাল থেকেই মহাসড়কে যানবাহনের সঙ্কটে দুর্ভোগে পড়েছে শিল্পনগরী গাজীপুরের সাধারণ মানুষ।
গাজীপুরে খোলা রয়েছে সব ধরণের শিল্প প্রতিষ্ঠান। ফলে অফিসগামী মানুষের ভোগান্তির শেষ নেই। সকাল থেকে চলছে না লোকাল কোন বাস। বন্ধ করা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাও। যানবাহন না পেয়ে শ্রমিকেরা পায়ে হেঁটে কারখানায় যাচ্ছেন।
স্থানীয়রা মনে করছেন, কারখানা খোলা রেখে এই কঠোর লকডাউন তেমন কোনো কাজেই আসবে না।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লোকাল যানবাহন বন্ধ থাকলেও মহাসড়কে কিছু কিছু যানবাহন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলাচল করছে।
গাজীপুর থেকে অনেকেই ঢাকা অফিস করেন। তারা গাজীপুর থেকে ঢাকা যাওয়ার যানবাহন না পেয়ে টঙ্গী থেকে পায়ে হেঁটে আব্দুল্লাহপুর যাচ্ছেন। এদিকে আজ থেকে জয়দেবপুর জংশনে কোন ট্রেন না থাকায় যাত্রীরা আরও বেশি বিপাকে পড়েছেন ।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গাজীপুর জংশনে আজ থেকে কোন ট্রেন থামবে না ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply