অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা অনুযায়ী মঙ্গলবার (৫ মে) পর্যন্ত সেখানে মারা গেছে ৭০ হাজার ১১৫ জন। অবশ্য ওয়ার্ল্ডওমিটার্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭১ হাজার ৬৭০। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৯১৯।
তবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।
বিশ্বের ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৫ হাজার ১৭৪ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৮১৬ জন। নিউ জার্সিতে মারা গেছে ৮ হাজার ২৭৩ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ৪ হাজার ২১২ জন। মিশিগানে মারা গেছে ৪ হাজার ২১২ জন। পেনসালভানিয়ায় ৩ হাজার ১২ জন।
এ ছাড়া ইলিনয়িসে ২ হাজার ৮৩৮ জন, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ২৯৪ জন, কানেক্টিকাটে ২ হাজার ৫৫৬ জন ও লুসিয়ানায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply