মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুরঃ
শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানুর ছোট ভাই ও যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মেহেদী আজ ৪ সেপ্টেম্বর ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।
তার গৌরীপুর বাসায় প্রথমে স্ট্রোক করেন তিনি। তাৎক্ষনিক প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভোরে মারা যান মেহেদী। আজ দুপুর ২ ঘটিকার সময় গৌরীপুর মিরতিবাড়ী মাঠ প্রথম নামাজে জানাজা ও বিকাল ৩.৩০ বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাযাশেষে বামনেরচর গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে মেহেদীর লাশ দাফন করা হবে।
এদিকে মেহেদীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply