মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
অসাধারণ মিলন মেলার ব্যবস্থা করেছেন তিনি এ যেন না চাইতেই অনেক কিছু পাওয়া। এক সময় দিনাজপুর রেলওয়ে ষ্টেশন মরুভূমিতে পরিণত হয়ে পড়েছিল। সেই মুরভূমিতেই আজ মানুষের অবাধ বিচরন। বেড়েছে ব্যবসা বাণিজ্য, সেই সাথে বেড়েছে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুহুতেই যোগাযোগ।
কমেছে টিকিট কালোবাজারীদের দৌরাত্ম্য উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। বিশাল ব্যয়ে নির্মিত হচ্ছে দিনাজপুর রেলওয়ে ষ্টেশন। হয়ত খুব তাড়াতাড়ি অপূর্ব সাজে সজ্জিত হবে এই রেলওয়ে ষ্টেশনটি। চলাচল করছে উদ্ধগামী ৮টি ট্রেন, নিম্নগামী ৮টি ট্রেন সহ মোট দৈনিক ১৬টি ট্রেন এই রুটে চলাচল করছে।
যা অতীতে এক সাথে এত ট্রেন বৃহত্তর দিনাজপুরের মানুষ কখনও দেখেনি। অপরুপা দৃশ্যও বটে সারিবদ্ধভাবে থাকছে বিভিন্ন ট্রেন। যাওয়া আসা করছে। ষ্টেশনগুলিতে হরহামেসাই থাকছে লোক সমাগম। উদ্ধগামী ট্রেন : ৭৫৭নং দ্রুতযান এক্সপ্রেস, উৎপত্তিস্থল-ঢাকা, ছাড়ে-২০.০০, আসে-ছাড়ে- ০৪.০০-০৪.০৫, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ৭৯৩নং পঞ্চগড় এক্সপ্রেস, উৎপত্তিস্থল- ঢাকা, ছাড়ে- ২২.৪৫, আসে-ছাড়ে- ০৬.৩২-০৬.৩৭, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ৪১নং কাঞ্চন কম্পিউটার পার্বতীপুর, উৎপত্তিস্থল- পার্বতীপুর, ছাড়ে- ৮.১৫, আসে-ছাড়ে-০৮.৫৯-৯.০৪, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ৬১নং দিনাজপুর কম্পিউটার লালমনিরহাট, উৎপত্তিস্থল- লালমনিরহাট, ছাড়ে-৬.৩০, আসে-ছাড়ে- ৯.৪৫-১০.১০, গন্তব্যস্থল- বিরল, ৭নং আপ উত্তরবঙ্গ মেইল, উৎপত্তিস্থল- সান্তাহার, ছাড়ে- ৯.৪৫, আসে-ছাড়ে- ১৮.০৪-১৮.০৯, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ৭০৫নং একতা এক্সপ্রেস, উৎপত্তিস্থল- ঢাকা, ছাড়ে- ১০.১০, আসে-ছাড়ে- ১৯.০০-১৯.০৫, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ৭৬৭নং দোলনচাঁপা, উৎপত্তিস্থল- সান্তাহার, ছাড়ে-১৩.২০, আসে-ছাড়ে-২০.১০-, গন্তব্যস্থল- দিনাজপুর, ৮০৯নং বাংলাবান্দা, উৎপত্তিস্থল- রাজশাহী, ছাড়ে-২১.১৫, আসে-ছাড়ে-৩.০৫-০৩.১০, গন্তব্যস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই। নিম্নগামী ট্রেন : ৭৬৮নং দোলনচাঁপা এক্সপ্রেস, উৎপত্তিস্থল- দিনাজপুর, ছাড়ে-৬.০০, আসে-ছাড়ে-০৬.০০, গন্তব্যস্থল- সান্তাহার।
৭৫৮নং দ্রুতযান এক্সপ্রেস, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে- ৮.১০, আসে-ছাড়ে-১০.০৪-১০.১২, গন্তব্যস্থল- সান্তাহার- ঢাকা, ৮০৪নং বাংলাবন্দা, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে-৮.৩০, আসে-ছাড়ে-১০.৪৫.১০.৫০, গন্তব্যস্থল- রাজশাহী, ৬২নং দিনাজপুর কম্পিউটার, উৎপত্তিস্থল- বিরল, ছাড়ে-১০.৫০, আসে-ছাড়ে-১১.০৩-১১.০৮, গন্তব্যস্থল-লালমনিরহাট, ৮নং উত্তরবঙ্গ মেইল, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে-৯.২০, আসে-ছাড়ে- ১২.৩০-১২.৫০, গন্তব্যস্থল- সান্তাহার, ৭৯৪নং পঞ্চগড় এক্সপ্রেস, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে-১২.৩০, আসে-ছাড়ে- ১৪.২০-১৪.২৫, গন্তব্যস্থল- ঢাকা, ৪২নং কাঞ্চন কম্পিউটার, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে-১৫.১৫, আসে-ছাড়ে-১৮.০৯-১৮.১২, গন্তব্যস্থল- পার্বতীপুর, ৭০৬নং একতা এক্সপ্রেস, উৎপত্তিস্থল- পঞ্চগড় বী.মু.সি.ই, ছাড়ে-২১.১০, আসে-ছাড়ে-২৩.০৪-২৩.১২, গন্তব্যস্থল- ঢাকা।
দিনাজপুর রেলওয়ে ষ্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) এবিএম জিয়াউর রহমান জিয়া বলেন, আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারীদের কৌশলে দমন করা হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে তাদের সিন্ডিকেট। ষ্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে। সম্মানিত যাত্রীরা যাতে ষ্টেশন এবং ট্রেনে কোন রকম অসুবিধায় না পড়েন সেই জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
দিনাজপুর জিআরপি পুলিশ পরিদর্শক মোঃ গুলজার হোসেন বলেন, ইতিপূর্বে রেলওয়ে ষ্টেশনে বখাটে দুবৃত্ত, ছিনতাইকারী, পকেটমার সহ নানা সমস্যা ছিল। যা বর্তমানে অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন আর তেমন কিছুই লক্ষ্য করা যায় না।
আমাদের ফোর্স সম্মানিত যাত্রীদের যানমাল নিরাপত্তার দায়িতে সতর্কতার সাথে সদা তাদের দায়িত্ব-কত্যর্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এস.আই সারোয়ার বলেন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা। নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা যাতে করে রেলওয়ে মালামাল চুরি, অন্যান্য অপৃতিকর ঘটনা ষ্টেশন ও ট্রেনে না ঘটে সেই ব্যাপারে রয়েছে আমাদের কঠোর নজরদারী।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ) জননন্দিত এই তরুন নেতা বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সুফল পাচ্ছে বৃহত্তর দিনাজপুরের ৩ জেলার মানুষ। সচেতন মহল, সূধী মহল, বুদ্ধিজীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, অফুরন্ত ভালোবাসা প্রধানমন্ত্রীর জন্য। সত্যিকারের উন্নত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সেই সাথে ধন্যবাদ জানান বাংলাদেশ রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজনকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply