মো: হাসমত উল্লাহ, লালমনিরহাট :
মার্চ-২০২৩ মাসের সার্বিক পারফরমেন্সে আদিতমারী থানা রংপুর রেঞ্জ এ ২য় অবস্থান প্রাপ্তি হওয়ায় এবং সাবির্ক কর্মমূল্যায়নে লালমনিরহাট জেলায় বিশেষ অবদান রাখায় লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আদিতমারী থানার পক্ষে অফিসার ইনচার্জ হিসেবে আমাকে বিশেষ পুরস্কার প্রদান করায় এবং আদিতমারী থানায় কর্মরত এসআই জনাব মোঃ মিজানুর রহমান সার্বিক পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কার প্রাপ্ত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার, জনগনের প্রকৃত সেবক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, জনবান্ধব পুলিশের রোল মডেল ও আদর্শ, রংপুর রেঞ্জ পুলিশের অভিভাবক রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যার এবং অতিরিক্ত ডিআইজি জনাব এস. এম রশিদুল হক পিপিএম স্যারের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লালমনিরহাট জেলা পুলিশের অভিভাবক, মানবতার প্রতীক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, লালমনিরহাট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, (এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব মোঃ আলমগীর রহমান স্যার সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আদিতমারী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক ( তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ আমার সকল সহকর্মীদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেস্টা, কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক,বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। রংপুর রেঞ্জ এ ২য় অবস্থান প্রাপ্তি হওয়ায় আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।আদিতমারী থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
রংপুর রেঞ্জে আদিতমারী থানাকে ২য় স্থান নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
আরো জানা গেছে ওসি মোজাম্মেল হক , পুলিশ হিসেবে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply