ফ,ম,আইয়ুব আলী, রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সৃষ্টিশীল প্রতিভার এক অনুপম সম্ভার। বাংলা সাহিত্যে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টিশীল কীর্তির জন্য তিনি মানুষের রক্তস্রোতে আজীবন কালের জন্য মিশে গেছেন। একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, সংগীতজ্ঞ, সুরকার, চিত্রশিল্পী এবং নাট্যকার ছিলেন তিনি।
এক কথায়, বহুমুখী প্রতিভার জ্বলন্ত দৃষ্টান্ত তিনি। তার লেখা প্রতিটি শব্দ যেন আমার-আপনার-সবার নিজস্ব অপ্রকাশিত অভিব্যক্তি। তার লেখা প্রতিটি শব্দে আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ভালবাসা জাগ্রত হয়। এ কারণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে মানবতার কবি হিসেবে ভাল বাসতেন। রবীন্দ্রনাথ তার লেখনীর মাধ্যমে ছিন্নমূল মানুষের মুক্তির বীজ বপন করেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই সংগ্রামের মাধ্যমে ছিন্নমূল জাতীর মুক্তি সাধিত হয়েছে।
তিনি গত ৯ মে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের প্রফেসর শংকর কুমার মল্লিক। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল। ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
এ সময় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম মোল্যা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারন সম্পাদক কামাল হোসেন বুলবুল, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মনিরুজ্জামান পিলু, মোঃ ফরিদ শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, কোষাধ্যক্ষ ফ,ম,আইয়ুব আলী,
হুমায়ূন মোড়ল, আজমল ফকির, যুবলীগ নেতা হারুন মোল্লা, ব্রজেন দাস, কামরুজ্জামান সোহেল, শফিকুর রহমান ইমন, সরদার জসীম উদ্দীন, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, রতন মন্ডল, রঞ্জু হালদার, আব্দুল মজিদ শেখ,সোহেল পারভেজ, জ্যাকি ইসলাম সজল, আলমগীর হোসেন শ্রাবন, সামসুল আলম বাবু, সিদ্দিক চৌধূরী, ওয়ায়েসকুরুনী বাবু, রিয়াদ শেখ, জুয়েল সরদার, আরিফুল ইসলাম কাজল, হুমায়ুন কবীর, নাজমুল হুদা অঞ্জন, এহতেশামুল হক অপু, আজিজুল শেখ, শেখ সজীব, নাজিম শেখ। এ ছাড়া তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং রোগীদের সার্বিক খোঁজ-খবর নেয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply