এম,এ, আজিজ, গাজীপুর:
আগামীকাল থেকে শুরু হওয়া পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্য মুল্য ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মহানহরের জয়দেবপুর বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুময়াুন কবির। তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্যের মান ও মূল্য যাচাই করেন। তিনি ব্যবসায়ীদেরকে রমজান উপলক্ষ্যে ন্যায্য মুল্যে পণ্য বিক্রির তাগিদ দেন ও ক্রেতার অধিকার রক্ষায় সকলকে সচেতন হবার আহবান জানান। তিনি বলেন, রমজান উপলক্ষে পুরো জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিব কুমার দেবনাথ, এনডিসি কুদরত ই খোদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Leave a Reply