শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

রমজান পর্যন্ত অমুসলিমদের আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৮ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি এবং অমুসলিম দর্শণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রতিরক্ষা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর রমজান শেষ না হওয়া পর্যন্ত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি দর্শণার্থী এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৯ এপ্রিল, রোববার কয়েক ডজন সশস্ত্র পুলিশ অফিসারের পাহারায় ইসরায়েলিদের একটি বড় দল পাসওভার উৎসব উপলক্ষে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিল। সে সময় ইসরায়েলি বাহিনী নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এছাড়া ৪০ বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশাধিকার দিতে অস্বীকার করে।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন ফিলিস্তিনিদের নির্বিঘ্নে ইবাদত করার সুবিধা করে দিতে আল আকসায় ইহুদিসহ অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, রমজান মাসের শুরু থেকেই ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদে নামাজ পড়া ফিলিস্তিনিদের ওপর হামলা করে আসছে। গত সপ্তাহে ইসরায়েলি পুলিশের তাণ্ডবের জবাবে গাজা উপত্যকা শাসন করা হামাস ইসরায়েলে রকেট হামলা করে। এরপর ইসরায়েল লেবানন, সিরিয়া এবং গাজায় বিমান হামলা করে। ফলে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ উত্তেজনা দূর করতে এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহুর ডানপন্থী সরকার। সূত্র: মিডল ইস্ট আই

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়