দেওয়ান মোঃ রুবেল, কালিয়াকৈর প্রতিনিধঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারনণ সম্পাদক, মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঐক্য নারী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি রোমানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম আজাদ বলেন, গত রমজানেও আমাদের নারী কল্যাণ ফাউন্ডেশন কালিয়াকৈর বাসীর মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল। তাই আমরা এবার রমজানেও পূর্বের মতো সবসময় এলাকাবাসীর সেবক হয়ে থাকতে চাই। আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আমাদের নারী কল্যাণ ফাউন্ডেশন পক্ষ হতে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
তিনি আরোও বলেন, আপনারা এলাকাবাসীর সবাই আমার ভাই, বন্ধু ও প্রতিবেশী। আপনারা যদি এই নিরব দুর্ভিক্ষের সময় কেউ না খেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। ইনশা-আল্লাহ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply