আবু সাঈদ সজল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
এ প্রদর্শনী সম্পর্কে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি এ এম শাকিল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ২৮ বছর রাকসু নির্বাচন হয় না। নির্বাচন না হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হয়রানি, হলের সিট বাণিজ্য চলছে। এমনকি ক্যম্পাসে দিন দিন নারী নির্যাতন বাড়ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাছাড়া, বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্যও রাকসু নির্বাচন জরুরী।
প্রদর্শনীতে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি এ এম শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সদস্য শাকিলা খাতুন প্রমুখ। এতে প্রায় ২০০ শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply