মো ঃ মনির হোসেন ঃ বউ চুরি, প্রেমিকা ছিনতাই, প্রেমিকের জানবাজি এসব নাটক ও সিনেমায় দেখাগেলে আমরা কত আজেবাজে মন্তব্য করি অথচ বাস্তবতা ইদানিং নাটক সিনেমা অথবা কল্পকাহিনীকেও হার মানাচ্ছে তেমন এক বাস্তব অভিনব বিরল সত্যঘটনা । জানা যায়, শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকা থেকে ফিল্মি স্টাইলে বরের গাড়ি ভাঙচুর করে কনেকে ‘প্রেমিক ও তার বন্ধুরা’ ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সত্যতা স্বিকার করে, দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসে ওই নববধূকে নিয়ে ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে থাকা একদল হামলাকারী মাইক্রোবাসের গতিরোধ করে। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে নিয়ে যায়। এ সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় সজল হোসেন বাবু নামে এক তরুণ নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে। কনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, বাবু নামের একটি ছেলে দীর্ঘদিন ধরে তানিয়াকে পছন্দ করত। তানিয়ার মা যে গার্মেন্টসে চাকরি করেন বর ইমতিয়াজও সেখানে চাকরি করেন। সেই সূত্রে তানিয়া ও ইমতিয়াজের বিয়ে হয়। তবে এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা নববধূর পূর্বপরিচিত।
Leave a Reply