এ,আর, মজিদ শরিফঃ
রাজধানীর উত্তরখান মৈনারটেক উজামপুর ১৮.০৫.২০২৩ ইং তারিখে অবৈধ দুটি জুস কারখানায়, বি.এস.টি.আই এর অভিযান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্রুটি ম্যাংগো ড্রিংস বেস্ট গ্রীন বেভারেজ এগ্রো ফুড নামে একটি জুস কারখানাকে সিলগালা সহ ২ লক্ষ (দুই লাক্ষ) টাকা জরিমানা করা হয় । পাশাপাশি মোঃ শরিফের আরেকটি জুস কারখানাকে সিলগালা করা হয়।
এলাকাবাসীর মুখে জানা যায়, এই সমস্ত অবৈধ কারখানাগুলোতে ”নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ফ্রুটি ম্যাংগো জুস, লিচু ড্রিংস, চকলেট সহ নানান আইটেমের শিশু খাদ্য। ”
উত্তর খানে নামে বেনামে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ শিশু খাদ্য জনিত কারখানা। উত্তরখানের এই অবৈধ জুস কারখানা নিয়ে গত ৮ ই আগস্ট ২০২২ ইং তারিখে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় এ,আর, নাছিমা বৈশাখীর প্রতিবেদনে,”রাজধানীর উত্তরখানে অস্বাস্থ্যকর জুস ফ্যাক্টরিতে সয়ালাব এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে, রেপিড একশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন সংস্থা অভিযানে নামলেও কিছু অসাধু ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে কারখানা তালা মেরে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষরা।
কথায় আছে, ”চোরের দশ দিন গেরোস্থের একদিন।” কারখানা দুইটিকে সিলগালা ও জরিমানার পাশাপাশি তাদের তৈরিকৃত অস্বাস্থ্যকর চকলেট সহ বেশ কিছু খাদ্য পণ্য নষ্ট করে দেওয়া হয়। তাই এলাকাবাসী সাধুবাদ জানায়, বি.এস.টি.আই. এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ সরকারকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply