শাপলা আক্তার :
মড়ার উপর খাঁড়ার ঘা। রাজধানীজুড়ে যেখানে ঝুঁকিপূর্ণ ভবনের অভাব নেই, মানুষ ইট, সিমেন্ট, রড ব্যবহার করেও রাজউকের নিয়ম ফাঁকি দিয়ে থেকে যাচ্ছে ঝুঁকির মধ্যে। সেখানে রাজধানীর কেরানীগঞ্জে টিনের উপর ঢালাই দিয়ে অপরিকল্পিত ভাবে রাজউকের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৩-৪ তলা করে ইমারত নির্মাণ করেছে এক শ্রেণির ভূমি মালিকরা। এসব ঝুঁকিপূর্ণ ভবনের উপর কেউ কেউ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে বলে জানা যায়।
এ বিষয় নিয়ে সাংবাদিকরা সরেজমিনে অনুসন্ধান করতে গেলে এসব ঝুঁকিপূর্ণ ভবনের মালিকরা তাদেরকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে। শুধুমাত্র হাল্কা ফাউন্ডেশনের উপর টিনের বাড়ীর উপরে ঢালাই দিয়ে ২ তলা ৩ তলা ছাদ দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে এসব সম্পত্তি মর্গেজ রেখে নিয়েছে মোটা অংকের টাকা। প্রতি তলায় ১৫-২০টি রুম রয়েছে। এখানে বিভিন্ন পেশা শ্রেণির মানুষেরা ভাড়া নিয়ে থাকে।
যেকোন সময় ভূমিকম্প কিংবা অন্য কোন দুর্যোগে ঝুঁকিপূর্ণ এসব ভবন ধ্বসে পড়ে ঘটতে পারে অনেক প্রাণহানি। এলাকাবাসীর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব বিষয়ে কোন ভ্রুক্ষেপ নেই। একেতো ঝুঁকিপূর্ণ ভবন, তার মধ্যে আবার চলছে অবৈধ গ্যাস সংযোগ।
এ যেন নিয়ম কানুন ছাড়া দেশের আইনকে তোয়াক্কা না করা অন্য একটি জাতি। তাদের চাই শুধু টাকা। দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্ম এসব নিয়ে নাই তাদের কোন ভাবনা। রাজউক সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সকলের উচিৎ এসব নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এমনটাই দাবী সমাজের সুশীল শ্রেণির মানুষদের।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply