ইমরান হোসাইনঃ
রাজধানীর নিউমার্কেট থানাধীন ২৬/১-২, এ্যালিফ্যান্ট রোডস্থ ইষ্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর নিচ তলা ইষ্টার্ন ব্যাংক লিমিটেড এর এটিএম বুথের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা) এর বড় একটি চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে ১। সোলাইমান (৩০), পিতা- মোঃ আব্দুল হাফেজ, সাং-গারাংগিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম. ২। মোঃ লোকমান হাকিম(৬১), পিতা- মৃত-আজিজুর রহমান, সাং- ডেলপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৫,০৩০ (পঁচিশ হাজার ত্রিশ) পিস ইয়াবাসহ, নগদ ৩,৭১৭/-(তিন হাজার সাতশত সতের) টাকা ও ০২ (দুই) টি মোবাইল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা অতি লাভের আশায়, রাতারাতি বড়লোক হবার নেশায়,নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট (মাদক) রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে।
সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম জানায় আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply