মোঃ দেলোয়ার হোসেন:
রাজধানীর মহাখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত জলিল বনানী ও কড়াইল বস্তির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২টার সময় মহাখালী টিএন্ডটি মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
র্যাব সূএে জানা যায়, মহাখালী টিএন্ডটি মাঠ এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের গুলিবিনিময়কালে গতরাতে শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল নিহত হয়েছেন। এ সময় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জানান জানান, জলিল নামের ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা আছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply