আনিছ মাহমুদ লিমন :
রাজধানীর শ্যামলীস্থত আদাবর থানাধীন এলাকার হোটেল বৈশাখীতে চলছে অসামাজিক কার্যকলাপ। এখানে ভাসমান পতিতা নির্বিঘ্নে ঢুকে পড়ছে তাদের খর্দেরদের নিয়ে। এছাড়া হোটেল কর্তৃপক্ষরাও বিশেষভাবে কলগালের সাপোর্ট দিচ্ছে। রাত বারোটার পরেও কোনরকম নাম তালিকাভুক্ত না করেও তারা কলগালের ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।
গত ২২ জানুয়ারি দিবাগত রাতে এই প্রতিবেদক এমন কিছু ঘটনা সরেজমিনে প্রত্যক্ষ করে তা তাৎক্ষণিকভাবে উক্ত হোটেলের ম্যানেজার কাউসারকে প্রশ্ন করলে সে কোন প্রশ্নের সৎজবাব দিতে ব্যর্থ হলেও বীর দর্পে পুলিশকে অবহিত করার কথা বলেন। তাহলে কি পুলিশকে ম্যানেজ করেই এসব চলছে নাকি প্রশাসন এখনো জানেনা। তবে হোটেলের একজন কর্মচারীকে কৌশলে জিজ্ঞেস করলে তারা বলে থানা পুলিশ ম্যানেজ করেই আমরা এসব বিজনেস করছি। এদিকে আদাবর থানার ডিউটি অফিসার ও দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলে তারা বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
এখন সচেতন সমাজের প্রশ্ন- এভাবেই কি চলতে থাকবে শ্যামলীর মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় বৈশাখীর মতো একটি আবাসিক হোটেলে পতিতাবৃত্তির বেলেল্লাপনা? নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হবে অসামাজিক কার্যকলাপ। এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে ফোন দিলে তিনি বলেন আপনারা সাংবাদিক আপনারা নিউজ করেন আমরা ব্যবস্থা নিব।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply