হাবিব সরকার স্বাধীন :
রাজধানী মহাখলী ২০ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ নাছির সদা হাস্যজ্জল সদালাপি মানুষ। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্থার প্রতিকন্তন হিসেবে পরিচিত লাভ করেছে।
এই হাস্যজ্জল মানুষটি। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির মূল লক্ষ্য। স্থানীয় রাজনীতিবিদ সবার কাছে মোহাম্মদ নাছির সেরা একজন রাজনীতিবিদ। কোন লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। ছোট-বড় সকলের কাছে তিনি একজন ভালোবাসার মানুষ। সবার সাথে হাসিমুখে কথা বলাটা তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন কেউ কেউ বলেন ২০নং ওয়ার্ড রাজনীতে মোহাম্মদ নাছির কিং বলেও উল্লেখ করেন স্থানীয় জনগণ। এ বিষয়ে 20 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছির বলেন আমি কিছুই না আমি শুধু জানি।মানুষের ভালোবাসার কাছে সবই যেন সম্ভব। সরজমিনে অনুসন্ধানে দেখা যায় স্থানীয় সাংবাদিকদের কাছেও তিনি খুবই জনপ্রিয়। তিনি ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিে জড়িত তিনি।
শিক্ষা জীবনে ছিল মেধাবী একজন নেতা। মহাখালী ওয়ারলেস গেট , টিভি গেট ,সাততলা , বেলতলা, সহ গুলশান-বনানী সর্বশ্রেনীর ও তরুণ সমাজের কাছে তিনি মেধাবী ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেন জনপ্রিয় এ নেতা সর্বস্তরের মানুষের মন জয় করেছে। জননেত্রী শেখহাসিনার নির্দদেশ মোতাবেক, করোনায় মহামারীতে সাধারণ মানুষের সবসময় খোঁজখবর নিতেন, ঘরে ঘরে খাদ্যবস্তু পৌঁছিয়ে দিয়েছে, এলাকাবাসী মুখে ফুটিয়ে তুলেছেন হাসি ,তাই ভালবেসে কেউ কেউ উপাধি দিয়েছেন মোহাম্মদ নাছিম রাজনীতি কিং।
২০ নং ওয়ার্ডের এলাকাবাসী কাছে কাউন্সিলর নাসির নয়নের মনি হিসেবে সফল অর্জন হয়েছে। সরকারি তিতুমীর কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছির এলাকায় বহু উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে। মহিবুর রহমান( মিশান )বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সচিব তিনি বলেন । মহাখালী 20 নং ওয়ার্ড জুড়ে বর্তমান পেক্ষাপটে নাছির আঙ্কেলের জনপ্রিয়তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই অতুলনীয় তিনি আমি এই মানুষটি সর্বদাই মঙ্গল কামনা করি। স্থানীয় এলাকার ওয়ার্ড ইউনিট থানা পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা যায়। পূর্বের চেয়ে বর্তমান মাদক সন্ত্রাস দখল চাঁদাবাজি দমনে অসাধারণ ভূমিকা রাখে মোহাম্মদ নাছির।বিভিন্ন সামাজিক সংগঠন, জাগরণী সংসদ, গুলশান ক্লাব, বনানী ক্লাব,রোটারী ক্লাব, এবং আরো অন্যান্য ক্লাব, থেকে খেলাধূলা-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ-বিনোদনের ব্যবস্থা করেন।
এছাড়াও তিনি সমাজে বসবাসকারী সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তার জন্য ২০ নং ওয়ার্ডের প্রতিটি রাস্তার প্রবেশ মুখে গেইট নির্মাণসহ নিজ উদ্যোগে সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে শুনাম অর্জন করেন। বিশাল জন সমর্থন নিয়ে বিপুল ভোটে কাউন্ছিলর নির্বাচিত হন তিনি। বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন জনগণের ভালোবাসার কাউন্সিলর মোহাম্মদ নাসির। দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। মহাখালী ২০ নং ওয়ার্ডকে আদর্শ এলাকা রুপান্তরিত করতে নগরপিতা আতিকুল ইসলাম ঢাকা উত্তর এর মেয়র এর সহযোগীতা প্রত্যাশা করেন। । শুধু কাউন্সিলর হিসেবেই নয় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূল নেতা কর্মীদের কাছে তার গ্রহণ যোগ্যতা অতুলনীয়। বনানী থানায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ খান বলেন পেয়ে আমরা গর্বিত। কাউন্সিলের কর্মকাণ্ডের আমরা সন্তুষ্ট। বনানী থানা ছাত্রলীগের সভাপতি শাহ আলম বলেন। কাউন্সিলর মোহাম্মদ নাছির 20 নং ওয়ার্ড এলাকার সুনামের সাথে কাউন্সিলের নির্বাচিত হয়েছ।
দলমত নির্বিশেষে যে কোন মানুষই বিপদে-আপদে তার সহযোগিতা পেয়ে থাকেন।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মহাখালী, টিভি গেইট, সাততলা, বনানী এলাকার মাদক ও সস্ত্রাস নির্মুল করতে যতেস্ট ভূমিকা রেখে এলাকার চিত্র পাল্টে দিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ নাছির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের চাইতে তার ওয়ার্ড অনেকটা ব্যতিক্রম। সব স্থান থেকে এখানে উন্নয়নের চিত্র আলাদা। উদ্দ্যেগ থাকলে সব কিছুই সম্ভব তার প্রমান, কাউন্সিলর মোহাম্মদ নাছির বলেন। ওয়ার্ডের প্রতিটি অলি গলির রাস্তাঘাট মেরামত সম্পন্ন করেছি।সাধারন মানুষের হাটার নির্ভরযোগ্য স্থান। জলবদ্ধতা নিরসনে বৃহৎ প্রকল্প গ্রহনে থেকে আনাচে-কানাচে বহু রাস্তা পর্যন্ত গভীর নর্দমা নির্মান প্রকল্পের কাছ শেষ হয়েছে।
এছাড়াও তিনি মহাখালী ঈদগাহ মসজিদের সামনে গভীর আধুনিক পাবলিক টয়লেট নির্মান করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply