মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নতুন বছর বরণের উৎসব।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। বর্ষবরণ আয়োজন রাজশাহীর সাহিত্যপ্রেমী নান্দনিক সৃষ্টিশীল মানুষদের এক মিলনমেলা হয়ে ওঠে। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ মূলমন্ত্রে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম।
এসময় শিশু একাডেমির শিক্ষক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ রশিদুল হাসান, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন) মোহাঃ শাহজাহান মিয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ শামসুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরসহ বিভিন্ন দফতরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে, নগরীর বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে এসে শেষ হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply