রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ২ বাংলাদেশির ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ছাত্র সংসদকে টর্চারসেলে রূপান্তর, ব্যক্তিগত ক্ষোভের জেরে ছাত্র সংসদে ‘ছাত্র’ পেটালেন ছাত্রলীগ নেতা নীলফামারীতে রোজিনা হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যার স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ পড়তে গিয়ে রিকশা হারানো সেই রশিদের পাশে তাশরিফ নতুন অস্ত্র ছাড়া মরতে সেনা পাঠাব না: জেলেনস্কি

রাজশাহী মহানগরীতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১ Time View

 

 

মোঃ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

 

রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে কাজেম আলী বিদ্যুৎ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় মহানগরীর চন্দ্রিমা থানার (রাসিক ১৯ নং ওয়ার্ড) ছোটবনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজেম আলী বিদ্যুৎ ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বরই গাছে ঢিল মারছিল আকাশ, নাসিম ও শুভ নামের তিন যুবক। সেই ঢিল গিয়ে পড়ে বাড়ির টিনে। এ সময় বাড়ি থেকে বের হয়ে বিদ্যুৎ তাদের ঢিল মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে বিদ্যুৎকে মারধর করে। একপর্যায়ে নাসিম ছুরি বের করে বিদ্যুৎতের বুকের বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে বিদ্যুৎ মারা যায়।

জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে নিহত বিদ্যুৎতের লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হত্যাকান্ডের সাথে জড়িততের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়