রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।। সকাল ১০ টায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপ-শাখা সহ বিভিন্ন সংগঠনের শাখা থেকে র্যালী বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলােচনা সভায় মিলিত হয়। এতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাে: আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সােহরাওয়ার্দ্দী বাপ্পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপ-শাখার উপদেষ্টা ফজলুল হক ও আশিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাে: আলম মিয়া, সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কােষাধ্যক্ষ বাবলু মিয়া, ট্রাক-ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক নুরুনবী বিপ্লব, মােজাম্মেল হক, লােড-আনলােড শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তৌহিদুর রহমানও সাংবাদিক এনামুল হক প্রমূখ।#(ছবি সংযুক্ত)
Leave a Reply