রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাসের কারণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুষ্টিসমৃদ্ধ বিস্কুট পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পুষ্টিযুক্ত খাবারের চাহিদা মিটাতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান শিক্ষক মো.নুরইসলাম এর সভাপতিত্বে শিশু শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত মোট ৩১৭ জন শিক্ষার্থীদের মাঝে ৫০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছোলেমান জানান, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার ১৭০টি বিস্কুটের প্যাকেট বিতরণ করা হবে। এতে গড়ে প্রত্যেক শিক্ষার্থী ৫০টি করে বিস্কুটের প্যাকেট পাবে। এ বিতরণী কার্যক্রম গত ৯ মে থেকে শুরু হয়েছে এবং ১৫ মে পর্যন্ত বিতরণ করা হবে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply